ইউক্রেনে যুদ্ধাপরাধের আরও প্রমাণ হাতে আসছে: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক;
  • প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২২, ১২:৩২ পূর্বাহ্ণ | আপডেট: ২ বছর আগে

ইউক্রেনে যুদ্ধাপরাধ সংগঠিত হওয়ার আরও বেশি প্রমাণ হাতে আসছে বলে সতর্ক করেছে জাতিসংঘের মানবাধিকার অফিস (ওএইচসিএইচআর)। সেইসঙ্গে সংস্থাটি মস্কো ও কিয়েভকে বলেছে, যোদ্ধারা যেনো আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান প্রদর্শন করেন।

শুক্রবার আল জাজিরা এ খবর জানিয়েছে।

ওএইচসিএইচআর বলেছে, ‘রাশিয়ার সশস্ত্র বাহিনী নির্বিচারে জনবহুল এলাকায় গোলাবর্ষণ ও বোমাবর্ষণ করেছে; বেসামরিক নাগরিকদের হত্যা করেছে এবং হাসপাতাল, স্কুল ও অন্যান্য বেসামরিক অবকাঠামো ধ্বংস করেছে, যে কাজগুলো যুদ্ধাপরাধের সমান হতে পারে।’ এটি পূর্ব ইউক্রেনে দেশটির সশস্ত্র বাহিনীকর্তৃক নির্বিচারে অস্ত্রের ব্যবহারের বিষয়টিও নথিভুক্ত করেছে।

এদিকে যুক্তরাজ্যের পুলিশ বলছে, তারা ইউক্রেনে যুদ্ধাপরাধের প্রায় ৫০টি অভিযোগ খতিয়ে দেখছেন।

যুক্তরাজ্যের মেট্রোপলিটান পুলিশের কাউন্টার টেরোরিজম কমান্ড অপারেশনস বিভাগের প্রধান ডিটেকটিভ চিফ সুপারিনটেনডেন্ট ডমিনিক মারফি বলেন, ‘আমাদের মধ্যে প্রায় ৫০টি রেফারেল রয়েছে এবং আমরা আশা করছি যে, আগামী সপ্তাহগুলোতে এ সংখ্যা বাড়বে। কারণ ইউক্রেন থেকে পালিয়ে আসা আরও বেশি সংখ্যক লোক এখানে যুক্তরাজ্যে আসবেন।’

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি