৯০’ এর দশকের “উইনিং স্টার স্পোটিং ক্লাব” প্রজন্মের হাতধরে পথচলা শুরু

মৌলভীবাজার প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২০, ৮:০৫ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

৯০’ এর দশকের শুরুর দিকে জন্ম গ্রহণ করা কয়েক লাখ তরুণের কথা। যারা ক্রিকেট উন্মাদনার সাক্ষী সেই ৯৭ সালের আইসিসি ট্রফি থেকে। জাফর উল্লাহ শরাফতের কণ্ঠে রেডিওতে শোনা “১ বলে ১ রান” এর রোমাঞ্চকে কে যারা এখনও তাদের জীবনের অন্যতম সেরা অ্যাডভেঞ্চার মনে করেন।
সেই ক্রিকেটা হওয়ার স্বপ্ন নিয়েই ৯০ দশকের ৯৬- এর দিকে মৌলভীবাজারে সদর উপজেলার ৩ নং কামালপুর ইউনিয়ন এর দক্ষিণ বাড়ন্তি গ্রাম এর তরুণ এমদাদুল হক বাবলু এর নেতৃত্বে একদল তরুণ মিলে তৈরি করেন “উইনিং স্টার স্পোটিং ক্লাব”। তখন কার সময় “উইনিং স্টার স্পোটিং ক্লাব” দাপিয়ে বেড়াতেন ক্রিকেটা মাঠে। সেই কামালপুর উইনিয়ন এবং মৌলভীবাজার সদরের ক্লাব এর জনপ্রিয়তা খুব ভালো ছিলো।

তখন যারা ক্লাব এর সদস্য ও খেলোয়াড় ছিলেন তারা হলেন, এমদাদুল হক বাবলু, এনামুল হক, মুহিবুর রহমান, লিটন মিয়া, আঃ শহীদ, সুহেল আহমদ,দেলোয়ার আহমেদ, সুয়েব আহমেদ, আঃ সামাদ, তারেক আহমদ, আশিক মিয়া, রাসেল আহমেদ, মুত্তাকিম আহমদ, আশিক আহমেদ, ইলিয়াসুর রহমান মাহতাব, সাব্বির আহমেদ শাহজালি, শাহিন আহমদ, নুরুল ইসলাম, আতিকুর রহমান তারেক, মুজ্জাকির আহমদ, সাজু আহমেদ, জুয়েল আহমদ, হাবিব আহমেদ, মহসিন আহমেদসহ অনেকে হয়তো ছিলেন যাদের নাম অজানা।

কয়েক বছর ক্লাব চলার পর সুযোগ সুবিধা না পাওয়া খেলোয়াড়া তাদের কর্ম জীবন নিয়ে ব্যাস্ত হয়ে পড়েন। ইচ্ছা থাকা সত্বেও ক্লাবটি চালিয়ে যাওয়া সম্ভব হয়নি বন্ধ হয়ে পড়ে ক্লাবে সকল কর্যক্রম ।
প্রায় ২ যুগ পর ২০২০ সালে কামালপুর ইউনিয়ন একদল তরুন এর উদ্যোগে আবার পথচলা শুরু করেছে উইনিং স্টার স্পোটিং ক্লাব। আবারো ক্লাব এর জার্সি গায়ে নতুন প্রজন্ম মাঠে নামবে।
নতুন প্রজন্মের হাতধরে উইনিং স্টার স্পোটিং ক্লাব মৌলভীবাজার জেলাশহরে আবারো জনপ্রিয় হয়ে উঠতে চায় সবার মাঝে।
নতুন প্রজন্মের সদস্য নাহিদ জামান বলেন, মাদক মুক্ত করতে যুবসমাজকে খেলাধোর প্রতি আগ্রহ তৈরী করতে হবে। ২৪ বছর আগে যে স্বপ্ন নিয়ে ক্লাব তৈরী করা হয়েছিল আমরা তরুণ প্রজন্ম সেই স্বপ্ন পূরণ করবো। আমাদের এলাকা থেকে যার্থে ভালো খেলোয়ার বের হয় এবং ভালো জায়গায় খেলতে পারে আমারা সেই লক্ষ্য কাজ করবো। মৌলভীবাজরে আসন্ন সিপিএম ক্রিকেট টুর্নামেন্টে টিম নেয়া সম্ভাবনা আছে। আগামি জানুয়ারিতে ক্লাবের নতুন কমিটি গঠন করবো।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি