সব
যুক্তরাজ্য থেকে সিলেটে আসা ২শ ৭ জন প্রবাসী ৯টি হোটেলে অবস্থান করছেন। সিলেট মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, ২শ ৭ জন প্রবাসীর মধ্যে সিলেট নগরীর হোটেল ব্রিটেনিয়ায় ৩৬ জন, হোটেল অনুরাগে ১০ জন, হোটেল নুরজাহান ৩৯ জন, হোটেল হলিগেইটে ১৬ জন, হোটেল হলি সাইডে ৫ জন, হোটেল স্টার প্যাসিফিকে ৬ জন, হোটেল লা রোডে ৫৬ জন, হোটেল লা ভিস্তায় ৩৬ জন এবং হোটেল রেইন বো গেস্ট হাউজে ৩ জন।
তাদের শারীরিক পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে।
এর আগে সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে তারা সিলেটে অবতরণ করেন। বিষয়টি নিশ্চিত করেন সিলেট বিমান অফিস সূত্র।
তিনি বলেন, লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে ২৩৭ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশের ফ্লাইট বিজি-২০২ সোমবার দুপুর সাড়ে ১২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে ৩০ জন যাত্রী নিয়ে সে ফ্লাইট ঢাকা যায় এবং ২০৭ জন প্রবাসী সিলেটে নামেন।
সরকারি নিয়ম অনুযায়ী তাদেরকে রাখা হবে সাতদিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে।
এদিকে, সিলেট বিমানবন্দরে ২শ ৭ জন যাত্রী নামার পরপরই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে সাতদিনের কোয়ারেন্টিন পালনের জন্য হোটেলে নিয়ে যাওয়া হয়েছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি