সব
সততাই সর্ব উৎকৃষ্ট পন্থা, প্রায় ৭ মাস পর কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিয়ে তার নজির দেখালেন দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের গুরেশপুর গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুল মজিদ।
গত ১০ এপ্রিল ২০২১ ইং তারিখে আব্দুল মজিদ একটি মানিব্যাগ কুড়িয়ে পায়। পরে আশেপাশের সবাইকে জানালেও মালিকের কোনো হদিস পাওয়া যায়নি।
পরবর্তীতে আব্দুল মজিদ ১৩ এপ্রিল মানিব্যাগের ভেতরে থাকা ছবি সংযুক্ত করে ফেইসবুকে একটি পোষ্ট দেয়। তারপরো মানিব্যাগের মালিকের কোনো খবর মেলেনি।
প্রায় দীর্ঘ ৭ মাস পর এক জানাযায় এসে উক্ত মানিব্যাগের মালিকের সন্ধান মিলে। পরবর্তীতে এলাকার কিছু লোকজন কে সাথে নিয়ে আব্দুল মজিদ মানিব্যাগে তাকা ১৬৩২ টাকা সহ ফেরত দেন। এলাকার সবাই তার সততায় মুগ্ধ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি