৭২ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বৃদ্ধ

সিলেট ডায়রি ডেস্ক ;
  • প্রকাশিত: ১৩ আগস্ট ২০২০, ৭:৩৬ পূর্বাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

৭২ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসলেন ভারতের শ্রীরামপুরের বাসিন্দা সমরেন্দ্রনাথ ঘোষ। বৃদ্ধ বয়সে একাকিত্ব দূর করতেই তার এই সিদ্ধান্ত।

সমরেন্দ্রনাথবাবু কলেজে অধ্যাপক ছিলেন। ২০০৮ সালে অবসর নেন। বর্তমানে একটি বেসরকারি বিএড ক‌লেজের অধ্যক্ষ। তার প্রথম স্ত্রী বেশ কয়েক বছর আগে মারা গিয়েছেন। একমাত্র মেয়ে বিদেশে থাকেন।

সমরেন্দ্রবাবু কয়েক মাস আগে সংবাদপত্রে বিজ্ঞাপ‌ন দেন। সেই সূত্রেই রিষড়ার বাসিন্দা ইরা রায়ের সঙ্গে ২৭ জুলাই রেজিস্ট্রি করে বিয়ে হয়। সোমবার সমরেন্দ্রবাবুর ফ্ল্যাটে সামাজিক বিয়ে হয়।

সমরেন্দ্র জানান, প্রথম বিয়ের মতোই এবারেও তিনি পণ নেননি। তার মনে হয়েছিল, যেহেতু একা থাকেন, ভবিষ্যতে অসুস্থ হয়ে পড়লে বা বিশেষ কোনও পরিস্থিতিতে তাকে দেখার কেউ থাকবে না। লকডাউনের সময়েই তিনি বিষয়টি টের পেয়েছেন।

সমরেন্দ্র জানান, এই বয়সে তার বিয়ের সিদ্ধান্তের কথা জেনে অনেকেই কটূ মন্তব্য করেছে‌ন, তবে বহু মানুষ সাধুবাদ দিয়েছেন। সমরেন্দ্রবাবুকে স্বামী হিসেবে পেয়ে খুশি তার থেকে বয়সে অনেকটাই ছোট ইরাদেবী।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি