সব
স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর হামলায় বিধস্ত হয় সিলেটের লাক্কাতুরা চা বাগানের অন্তর্গত কেওয়াছড়া চা বাগানের মন্দির।মুক্তিযুদ্ধের দীর্ঘ ৪৯ বছর অতিক্রম হতে চললেও মন্দিরটি পুন: নির্মাণের কোন উদ্যােগ পরিচালিত হয়নি। অবশেষে সম্প্রতি মন্দরটি সংস্কারের অনুমতি প্রদান করেছে এনটিসি। মন্দির সংস্কারে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন চা শ্রমিক নেতৃবৃন্দ। শুক্রবার মন্দিরস্থল পরিদর্শনে যান কেওয়াছড়া চা বাগানের বড় বাবু, আক্তার হোসেন ভুঁইয়া মিন্টু, বাংলাদেশ চা
শ্রমিক ই্উনিয়ন সিলেট ভ্যালীর কার্যকরী পরিষদ রেজি নং: বি ৭৭ এর সভাপতি
রাজু গোয়ালা।
এসময় অন্যানেন্যর মধ্যে উপস্থিত ছিলেন কেওয়াছড়া চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি মুকুল দাশ, সাবেক সভাপতি রনজিত দাশ, সিরাজ মিয়া প্রমুখ।
তাছাড়াও যুব সমাজের প্রতিনিধি স্থানীয় চা শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে মন্দির নির্মাণে পররাষ্ট্রমন্ত্রী ডা. একে আব্দুল মোমেনের সদয় সহযোগিতা কামনা করেছেন চা শ্রমিক নেতৃবৃন্দ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি