সব
সিলেট মহানগর পুলিশে কর্মরত ৪২জন করোনা বিজয়ীকে সংবর্ধনা দেয়া হয়েছে। এ পর্যন্ত এসএমপির ১০৫জন পুলিশ সদস্য করোনা বিজয় করে কাজে যোগদান করেছেন। বুধবার (২৯ জুলাই) দুপুরে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে তাদেরকে এ সংবর্ধনা দেয়া হয়। দায়িত্ব পালনে করোনা ভাইরাসে মহানগর পুলিশের ১২৭ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১০৫ জন। আর অবশিষ্টরা চিকিৎসাধীন রয়েছেন। মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার সাইফুল ইসলাম খানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম।
এসময় তিনি বলেন, মহানগর পুলিশে কর্মরত অনেকেই পূর্বে দায়িত্ব পালন করতে গিয়ে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। এরপর চিকিৎসা নিয়ে আক্রান্ত পুলিশ সদস্যরা করোনাকে বিজয় করে তাদের নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন। করোনা বিজয়ীদের আবারো করোনার বিরুদ্ধে যুদ্ধে যাবার প্রস্তুতি নিতে উজ্জীবিত করেন। এসময় পুলিশ কমিশনার করোনা বিজয়ীদের কাছ থেকে করোনাকালীন সময়ের গল্প শুনেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ , অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) শফিকুল ইসলাম , উপ-পুলিশ কমিশনার (সদর) তোফায়েল আহমেদ , উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) ইমাম মোহাম্মদ শাদিদ , অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর-অপরাধ) শাহরিয়ার আল মামুন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে মিডিয়া) জ্যোর্তিময় সরকার পিপিএম , অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ-প্রশাসন) রাজন কুমার দাস,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) সুদীপ দাস, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সদর) ইয়াহিয়া আল মামুন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি