সব
চট্রগ্রাম টেস্টে আজ চতুর্থ দিনে অধিনায়ক মুমিনুলের ১১৫ রানের উপর ভর করে বাংলাদেশ ৩৯৪ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করেছে।
সকালে দ্রুত মুশফিক আউট হয়ে গেলে লিটন ও মুমিনুল জুটি দ্রুত রান তুলতে থাকে। পঞ্চম জুটিতে এই দুই ব্যাটসম্যান ১৩৩ রান করেন।
মুমিনুল ১১৫ ও লিটন ৬৯ রানে আউট হয়ে গেলেও বাংলাদেশ শক্ত ভিতের উপর দাঁড়িয়ে যায়। প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান মিরাজ ও তাইজুল আউট হয়ে গেলে বাংলাদেশের অধিনায়ক ইনিংস ঘোষণা করে। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে করে ২২৩ রান। আজ ওয়েস্ট ইন্ডেজ ৪০ ওভার খেলার সুযোগ পাবে। দেখার বিষয় ইনিংস সহায়ক উইকেটে বাংলাদেশের স্পিনাররা কতটা ফায়দা লুটতে পারে। যদিও কুঁচকির পর বাম পয়ের উরুতে ব্যথা পেয়ে সাকিহ হাসান কাললের মত আজও খেলতে নামেনি।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি