মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলো সিলেট জেলা পুলিশ

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২১, ৯:০৬ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

বিজয় দিবস উপলক্ষে সিলেট জেলার পুলিশের পক্ষ থেকে সিলেট জেলার বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় জেলা পুলিশ লাইন্সের হল রুমে এ সংবর্ধনা দেওয়া হয়।

সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ এর ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম।

সহকারি পুলিশ সুপার (এসএএফ) শেখ মুত্তাজুল ইসলাম এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান, গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন, ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলামসহ জেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৩২ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয় এবং ১১ জন মৃত পুলিশ বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয় যার মধ্যে ৩ জন শহীদ পুলিশ বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্য হিসবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগত বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধে তাদের বীরত্ব গাঁথা স্মৃতিচারণ করেন।

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি