২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা স্থগিত

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ১১ জুন ২০২১, ৮:৪৬ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

২০২০-২১ শিক্ষাবর্ষে শাবিপ্রবিসহ ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর্ব নির্ধারিত গুচ্ছ ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ১৯ জুন থেকে এসব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

আজ শুক্রবার (১১ জুন) পরীক্ষা স্থগিতের বিষয়টি জানিয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজক কমিটি। একই সঙ্গে ভর্তির আবেদনের সময় ফের বৃদ্ধি করা হয়েছে। ভর্তি পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ পরে জানাবে কমিটি।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন আগামী ২৫ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত করতে পারবে ভর্তিচ্ছুরা। এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ পরে শিক্ষার্থীদের জানানো হবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি