১৮নং ওয়ার্ডে পুলিশিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২০, ৪:২১ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেট নগরীর ১৮নং ওয়ার্ডে পুলিশিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর বিকেল ৪টায় সোনাতুলাস্থ ১৮নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আলকাছের বাসায় এই পুলিশিং কমিটির সভা হয়। পুলিশিং কমিটির সভা থেকে আগামী সভার তারিখ নির্ধারিত হয়।

১৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা ফ্যাসিলিটেটর নাসরিন আক্তার নিলার পরিচালনায় পুলিশিং কমিটির মাসিক সভা প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট কোতোয়ালী থানার এ এসআই মানিক মিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ১৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি সাজুয়ান আহমদ, চন্দন শ্যাম পুরকায়স্থ, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম আলকাছ, প্রচার সম্পাদক মো. আবু ওবায়েদ রাসেল, মুরাদ খান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্না মিয়া, আলী আশরাফ মামুন, এড. মো. মোহাইমিন চৌধুরী বাপ্পী (এপিপি), মাজহারুল ইসলাম, আব্দুল কাইয়ুম, শ্রী হরিলাল দাস, মো. মনোয়ারুল ইসলাম, নাজিম আহমদ, ওলিউর রহমান, ফারহান আহমদ, নাজিম আহমদ, মো. ফরিদ আহমদ, মানিক মিয়া, পি. কে. দাস মল্লিক প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ১৮নং ওয়ার্ড একটি মাদক ও সন্ত্রাস মুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন। একমাত্র সকলের সহযোগিতায় পারে ১৮নং ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি