১০০ টাকার জন্য জীবন দিলেন স্কুলছাত্রী

সিলেট ডায়রি ডেস্ক ;
  • প্রকাশিত: ৩১ আগস্ট ২০২০, ৮:৩৭ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

কাপ্তাইয়ে মায়ের কাছে ১০০ টাকা না পেয়ে আত্মহত্যা করেছেন জান্নাতুল ফেরদাউস সাথী (১৫) নামে এক স্কুলছাত্রী। রোববার রাত সাড়ে ৮টায় কাপ্তাইয়ের চন্দ্রঘোনার আবাসিক এলাকার এফ এ টাইপ কোয়াটার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রী কেপিএম উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। সাথীর বাবা মো. ফারুক সিএনজিচালিত অটোরিকশা চালক।

কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, বান্ধবীর জন্মদিনে উপহার দিতে মায়ের কাছে ১০০ টাকা চান সাথী। দরিদ্র পরিবার হওয়ায় সাথীর চাওয়া ১০০ টাকা দিতে ব্যর্থ হয় তারা। যদিও পরে মেয়ের জন্য প্রতিবেশীর বাসায় গিয়েছিলেন ১০০ টাকা ধার আনতে। কিন্তু মাকে যে সে সুযোগও দিল না স্কুলছাত্রী। মা আসার আগেই আত্মহত্যা করে বসে সাথী। নিজ বাসায় সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি