সব
সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপুকে জামিন দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (২০ আগষ্ট) সিলেট মহানগর ম্যাজিষ্ট্রেট আদালত-১ এর বিচারক সাইফুর রহমান সাবেক ছাত্রনেতা নিপুর জামিন মঞ্জুর করেন।
এর আগে গতকাল বুধবার (১৯ আগষ্ট) সন্ধ্যায় র্যাব-৯ এর একটি অভিযানিক দল নগরীর টিলাগড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেপ্তারের পর তাকে শাহ্পরাণ (র:) থানায় হস্তান্তর করা হয়। আজ তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালতে আসামী পক্ষের আইনজীবী জামিন চাইলে আদালত জামিন মঞ্জুর করেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি