হরতালে বিশ্ববিদ্যালয় বাস না চললে ক্লাস চলবে অনলাইনে

শাবি প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩, ৭:৩৬ অপরাহ্ণ | আপডেট: ১ বছর আগে

দেশের চলমান পরিস্থিতিতে হরতাল বা এমন পরিস্থিতিতে জানমাল নিরাপত্তায় বিশ্ববিদ্যালয়ে পরিবহন দপ্তরের বাস চলাচল সম্ভব না হলে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু পরিস্থিতি বিবেচনায় সশরীরে নেয়া হবে হবে পরীক্ষা।

রবিবার (২৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক জরুরী একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্য বলেন, জরুরী একাডেমিক কাউন্সিল সভায় উপযুক্ত প্রস্তাবনার প্রেক্ষিতে সর্বসম্মতভাবে নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়:

(১) নিয়ন্ত্রণবর্হিভূত কোন কারনে সরাসরি উপস্থিতিতে ক্লাস নেয়া সম্ভব না হলে অনলাইনে ক্লাস নেয়া হবে।

(২) দাপ্তরিক কারনে কোন ক্লাস সরাসরি নেয়া সম্ভব না হলে, সেই ক্ষেত্রে অনলাইনে নেয়া যাবে।

(৩) সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত বিভাগসমূহের ল্যাব ও ব্যবহারিক ক্লাসসমূহ বিভাগ কর্তৃক সময় পুনর্নির্ধারণ করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি