সব
হবিগঞ্জ জেলা ছাত্রলীগের আংশিক কমিটি প্রকাশিত হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) কেন্দ্র থেকে আংশিক কমিটি প্রকাশিত হয়। প্রকাশিত কমিটিতে প্রথম সাংগঠনিক হিসেবে মো. জাকির হোসেনকে পদায়ন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
জাকির সিলেট জেলা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী ও হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আংশিক কমিটিতে সভাপতি হিসেবে মো. মোশারফ হোসেন এবং ফয়জুর রহমান রবিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আগামী এক বছরের জন্য এই কমিটি দেয়া হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
এর আগে ২০২১ সালের ২১ ডিসেম্বর হবিগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত করা হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি