সব
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌজপুরের এলাকার মেহেরপুর নামক স্থানে মোটরসাইকেলের ধাক্কায় আহত শিশু সালাম মারা গেছে।
গুরুতর আহত হওয়ায় তাকে গতকাল সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পর শনিবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।সে উপজেলার মেহেরপুর গ্রামের জলিল মিয়ার পুত্র।
শুক্রবার(১০ মার্চ) বিকালে রাস্তায় খেলা করার সময় মাধবপুর-মনতলা সড়কের মেহেরপুরের কাছে একটি দ্রুতগামী মোটরসাইকেল সালামকে(৪) ধাক্কা দিয়ে ফেলে দিলে সে গুরুতর আহত হয়।
স্বজনেরা সালামকে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দেন।সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৪ টার সময় তার মৃত্যু হয়।
ঘাতক মোটরসাইকেলটি ও চালককে শনাক্ত করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি