হবিগঞ্জে দুইপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২২, ৮:১৭ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

হবিগঞ্জের বাহুবলে পূর্ববিরোধের জের ধরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলার মানিকপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে বাহুবল মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৩৭ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, মানিকপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে আশিক মিয়ার সাথে একই গ্রামের রইছ উল্লাহর ছেলে আব্দুর রউফের দীর্ঘদিন যাবত বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহতদের মধ্যে মহিবুর রহমান, সজলু মিয়া, সফিক মিয়া, সাইফুল মিয়া, দুদা মিয়া, নাজমুল ইসলাম, মুকিত মিয়া, আব্দুল করিম, হারিস মিয়া, শফিক মিয়া, রাবেয়া বেগম, সামছু মিয়া, আমিন উদ্দিন, নুরুল মিয়া, আব্দুল গনি, বিলাত মিয়া, গফুর মিয়া, নজির মিয়া, লোকমান মিয়া, আব্দুল কাশেম, আইনুউদ্দিন, আব্দুর রহিম, সালেক মিয়া, রজব আলি, নজরুল ইসলাম, মর্তুজ আলী, এমদাদুল ইসলাম, আব্দুস সালাম, উজ্জল মিয়া, দানিস মিয়া, আমিন উদ্দিন, সহিদ মিয়া, মাসুম, আব্দুল বাছির, নুরুল আমিন, আব্দুল লতিফ, আব্দুস সোবাহান ও আহাদ মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) প্রজিৎ কুমার দাস জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

 

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি