হবিগঞ্জে তিন ফার্মেসীকে জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি ;
  • প্রকাশিত: ৫ নভেম্বর ২০২০, ৯:০২ অপরাহ্ণ | আপডেট: ৫ বছর আগে

হবিগঞ্জ শহরের সদর হাসপাতাল সংলগ্ন ফার্মেসীতে অভিযান চালিয়ে তিন ফার্মেসীকে ৭২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতবিার (৫ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিংহার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে আধুনিক সদর হাসপাতাল সড়কে অবস্থিত মের্সাস মা ফার্মেসীকে ৪০ হাজার, ইসলামিয়া ফামের্সীকে ৩০ হাজার, উচাইল ফামের্সীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্য মজুদ করে রাখা মা ফামের্সী থেকে ১০ পিস ও ইসলামীয়া ফামের্সী থেকে ৩ পিস প্যাথিডিন উদ্ধার করা হয়ে।

এ সময় হবিগঞ্জ সদর থানার একটি টিম এই অভিযানে সহায়তা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিংহা জানান, মেয়াদর্ত্তীন ওষধ বিক্রয় করায় মা ফামের্সীকে ৪০ টাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অভিযোগে ইসলামিয়া ফার্মেসীকে ৩০ হাজার টাকা, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগে উচাইল ফার্মেসীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান, প্যাথিডিন বিক্রয় করার জন্য তারা মাদ্রকদ্রব্য থেকে কোন অনুমতি নেননি। জনর্স্বাথে এ ধরণরে অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।

শহরের সদর হাসপাতাল সংলগ্ন ফার্মেসীতে অভিযান চালিয়ে তিন ফার্মেসীকে ৭২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতবিার (৫ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিংহার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে আধুনিক সদর হাসপাতাল সড়কে অবস্থিত মের্সাস মা ফার্মেসীকে ৪০ হাজার, ইসলামিয়া ফামের্সীকে ৩০ হাজার, উচাইল ফামের্সীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্য মজুদ করে রাখা মা ফামের্সী থেকে ১০ পিস ও ইসলামীয়া ফামের্সী থেকে ৩ পিস প্যাথিডিন উদ্ধার করা হয়ে।

এ সময় হবিগঞ্জ সদর থানার একটি টিম এই অভিযানে সহায়তা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিংহা জানান, মেয়াদর্ত্তীন ওষধ বিক্রয় করায় মা ফামের্সীকে ৪০ টাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অভিযোগে ইসলামিয়া ফার্মেসীকে ৩০ হাজার টাকা, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগে উচাইল ফার্মেসীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান, প্যাথিডিন বিক্রয় করার জন্য তারা মাদ্রকদ্রব্য থেকে কোন অনুমতি নেননি। জনর্স্বাথে এ ধরণরে অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি