সব
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা স্টেশনের কাছে চট্টগ্রাম গামী তেলবাহী ট্রেনে ঢিলে ছুড়লে চালক তৌহিদুর রহমান আহত হয়েছেন।
বৃহস্পতিবার ( ৬ জানুয়ারি) বিকালে এ তথ্য নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ রেল পুলিশের ইনচার্জ হারুনুর রশিদ। এর আগে বুধবার রাত সাড়ে ৭টার দিকে সিলেট-আখাউড়া রেলপথে এ ঘটনা ঘটে।
মনতলা স্টেশন মাস্টার ফরশ আলী শিকদার জানান, মনতলা স্টেশনে উত্তর দিকে ৪৪নং ব্রীজ এলাকায় চলন্ত ট্রেকে হঠাৎ কে বা কারা পাথর দিয়ে ট্রেনের ইঞ্জিনে ঢিল ছুড়ে। টিলটি চালক তৌহিদুর রহমানের কপালে লাগলে তিনি আহত হন। পরে মনতলা স্টেশনে ট্রেন থামিয়ে আহত ট্রেন চালককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
শায়েস্তাগঞ্জ রেল পুলিশের ইনচার্জ এসআই হারুনুর রশিদ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এ ব্যাপারে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত কে তা বের করার চেষ্টা করা হচ্ছে। এছাড়াও বৃহস্পতিবার দুপুরে মনতলা রেলস্টেশন এলাকায় রেল পুলিশ একটি সচেতনতামূলক সভা করেছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি