সব
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক্টর কেড়ে নিলো হান্নান মিয়া (২৫) নামের এক পথচারীর প্রাণ ।
বুধবার দুপুরে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের জগতপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত হান্নান মিয়া হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের দক্ষিণ চরহামুয়া গ্রামের আব্দুর রশিদের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজমুল হক কামাল জানান, দ্রুত গামী একটি ট্রাক্টরের চাপায় ওই যুবকের মৃত্যু হয়। ঘটনার পরপরই স্থানীয় বিক্ষোব্দ জনতা সড়কে গাছ ফেলে যানচলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
ওসি বলেন, ঘাতক ট্রাক্টরটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি