হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় নারী নিহত

মাধবপুর প্রতিনিধি;
  • প্রকাশিত: ১২ মার্চ ২০২৩, ১০:৫৪ অপরাহ্ণ | আপডেট: ২ সপ্তাহ আগে

হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের ধাক্কায় হেলেনা বেগম (৫০) নামের এক অটোরিকশা যাত্রী নিহত। তিনি মাধবপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম মাধবপুর গ্রামের আজিজ মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার বাসস্ট্যান্ড কিবরিয়া চত্বরের সামনে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বাসস্ট্যান্ডে কিবরিয়া চত্বরে সামনে সিলেটগামী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট- ১৪- ১১৫৮) গাড়িটি স্ট্যান্ডে দাড়ানো বাসকে অতিক্রম করতে গেলে মিশুক অটোরিকশাটি মাঝখানে চাপা পড়ে দুমড়ে মুচড়ে যায়!

এতে অটোরিকশা চালক নূর আলম এবং যাত্রী হেলেনা গুরুতর আহত হন। তাদের উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলেনাকে মৃত ঘোষণা করেন।

অটোরিকশা চালক পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার আলীনগর গ্রামের আব্দুল সাত্তারের ছেলে নূর আলম (৩৫) চিকিৎসাধীন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশের ওসি মো. মাঈনুল ইসলাম ভূঁইয়া জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি