হবিগঞ্জে চা শ্রমিকের লাশ উদ্ধার

চুনারুঘাট প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২, ৭:০৬ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

হবিগঞ্জের চুনারুঘাটে চা শ্রমিক হীরামনি মাল (৩৫) নামের নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার দাঁড়াগাঁও চা- বাগান এলাকার পুরান টিলার ধোপাপাড়ার এ লাশ উদ্ধার করা হয়।

নিহত হীরামনি মাল(৩৫) ওই এলাকার ভানু মালের স্ত্রী।

চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ বলেন, নিহত হীরামনি ধোপাছড়া এলাকায় গোসলে যায়। সেখানে অনেক খোঁজাখুজি করে না পাওয়ায় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে ঘটনাস্থলে পৌঁছে হীরামনিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। শুক্রবার সকালে তার মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি