সব
হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মাদ উল্ল্যা’র সাথে নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুলাই) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি নাবেদ মিয়ার নেতৃত্বে ১৫ সদস্য বিশিষ্ট কমিটির নবনির্বাচিতরা মতবিনিময় সভায় উপস্থিত হন। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ হাসান চৌধুরী,সহ-সভাপতি মোফাজ্জল ইসলাম সজীব, সাধারণ সম্পাদক আলী জাবেদ মান্না, যুগ্ম সম্পাদক মোঃ আলাল মিয়া,সদস্য নাজমুল ইসলাম, সফিকুল ইসলাম নাহিদ প্রমুখ। এসময় নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবকে স্বাগত জানিয়ে হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মাদ উল্ল্যা বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের আয়না। এজন্য স্বচ্ছতা এবং নিরপেক্ষতা হতে হবে প্রতিটি কলমের ধারা। যাতে করে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করে। তিনি আরো বলেন, নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সার্বিক সহযোগিতার ও আশ্বাস করেন। নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মাদ উল্ল্যাকে ধন্যবাদ জানান নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি নাবেদ মিয়া ও সাধারণ সম্পাদক আলী জাবেদ মান্না। এবং স্বচ্ছতার মাধ্যমে হবিগঞ্জবাসীর সুখে দুঃখে পাশে থাকায় পুলিশ সুপার মোহাম্মাদ উল্ল্যার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি