হকার্স মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা দিলো সিলেট জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ২ মে ২০২২, ৬:০২ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

সিলেটের হকার মার্কেটের আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কর্মচারীদের সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার (২ মে) বিকেল ৪ টায় জেলা প্রশাসন কার্যালয়ে বিতরন করেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার সাদাত, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহাকারী আহসানুল আলমসহ ব্যাবসায়ী নেতারা।

জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, আমরা ঘটনা খবর পেয়ে হকার মার্কেট পরির্দশন করি। সেখানে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কর্মচারীদের নামের তালিকা করি। বিকেলে আমরা তাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করি। তাদের জন্য সহায়তা আমাদের চলমান রয়েছে। এ বিষয়ে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও সচিব মহোদয়ের সাথে কথা হয়েছে। দ্রুত ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি