সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০, ৪:৩৮ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

ব্রাহ্মণবাড়িয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাহি খাঁন (২৪) নামের সিলেটের আম্বরখানা এলাকার এক যুবক নিহত হয়েছেন। সে নগরীর আম্বরখানা বড়বাড়ির (বর্তমানে জালালাবাদ আবাসিক এলাকা) বাসিন্দা ব্যবসায়ী এনায়েত খাঁন বাদলের একমাত্র ছেলে।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় চট্টগ্রাম থেকে মোটরসাইকেলে করে সিলেট আসার পথে ব্রাম্মণবাড়িয়া এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই মাহি প্রাণ হারান।

নিহত মাহি খাঁনের পারিবারিক সূত্রে জানা যায়, মাহি প্রায়ই রোড-শো করে বন্ধুবান্ধবসহ বিভিন্ন জেলা ইতোমধ্যে সফর করেছে। সে মদনমোহন কলেজের ডিগ্রি ৩য় বর্ষের ছাত্র। তার অকাল মৃত্যুতে বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন সহ সবার মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত মাহির জানাযা ও দাফন আগামীকাল (১৬ সেপ্টেম্বর) বুধবার জোহরের পর পাঠানটুলা জামেয়া মসজিদে অনুষ্ঠিত হবে। এতে পরিবারের পক্ষ থেকে উপস্থিতি ও দোয়া কামনা করা হয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি