সব
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ফারুকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে গত ২০ জুলাই আজমিরীগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে কিশোরগঞ্জের ভৈরবে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন। তিনি বলেন, এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার একটি শোকবার্তা প্রকাশ করেছেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি