স্বপ্নের গুগলে যোগ দিলেন বুয়েটের ফাহিম

সিলেট ডায়রি ডেস্ক ;
  • প্রকাশিত: ২১ জুলাই ২০২০, ৪:১৮ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

স্বপ্ন সত্যি হলো। অবশেষে গুগলে যোগ দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফাহিম ফেরদৌস।

সোমবার (২০ জুলাই) ফাহিম গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করেন।

জানা গেছে ফাহিম বুয়েট থেকে পড়াশোনা শেষ করে কিছুদিন ব্র্যাক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছিলেন। একটি বেসরকারি প্রতিষ্ঠানেও কিছুদিন চাকরির অভিজ্ঞতা ছিল তার। গণিত অলিম্পিয়াডেও হয়েছিলেন দেশ সেরা।

ময়মনসিংহ জেলা স্কুল থেকে এসএসসি পাস করেন ফাহিম ফেরদৌস। সরকারি আনন্দ মোহন কলেজ থেকে এইচএসসি পাস করে ভর্তি হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে।

২০১৮ সালের অক্টোবরে বুয়েট থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ থেকে পড়াশোনা শেষ করেন তিনি।

দুই ভাই-বোনের মধ্যে ফাহিম বড়। তার বাবা ডা. মো. মতিউর রহমান ময়মনসিংহ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ছিলেন। সম্প্রতি তিনি অবসরে গেছেন। আর মা গাইনোকোলজিস্ট ডা. ফেরদৌস আরা আক্তার।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি