সব
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ৩৫ তম ব্যাচের ছাত্র, বাংলাদেশ ছাত্রলীগ, সিওমেক শাখার প্রাক্তন আহ্বায়ক, জাতীয় কিডনি ইনস্টিটিউট-এর স্বনামধন্য ইউরােলজিস্ট করােনা (কোভিড-১৯) আক্রান্ত ডা. হাবিবুর রহমানের আশু রােগমুক্তি কামনায় মিডলেভেল চিকিৎসক পরিষদ, সিওমেক-এর উদ্যোগে মিলাদ এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ওসমানী মেডিকেল কলেজ মসজিদে বাদ জোহর মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী ডা. হাবিবুর রহমানের জন্য প্রার্থনা করেন।
এসব প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিওমেকের অধ্যক্ষ অধ্যাপক ময়নুল হক, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বন্কিম হালদার, উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়, মিডলেভেল সংগঠনের সভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সদস্য ডা. প্রশান্ত সরকার, বিএমএ নেতা ডা. আজিজুর রহমান রুমান, মিডলেভেল সংগঠনের সাধারণ সম্পাদক ডা. নুরুল ইসলাম, ডা. দেবরাজ রুবেল, ডা. আদনান চৌধুরী, ডা. অমিত ঘােষ, ডা. কায়সার খােকন, ডা. ফজলে রাব্বি, ডা. মনতােষ, ডা. সুব্রত রায়, ডা. সুব্রত দেব, ডা. মৃণাল সাহা, ডা. বিদুর দেব, ডা. রুমান, বাংলাদেশ নার্সেস এসােসিয়েশন-এর সিওমেক শাখার সেক্রেটারি ইসরাইল আলী সাদেক প্রমুখ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি