স্পর্শিয়া ও মাহিকে নিয়ে শুটিংয়ে ফিরছেন শাকিব

সিলেট ডায়রি ডেস্ক ;
  • প্রকাশিত: ৮ আগস্ট ২০২০, ৯:০৩ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা ছিলো ‘নবাব এলএলবি’ সিনেমাটির। কিন্তু মহামারী করোনাভাইরাস থমকে দিয়েছে সবকিছু। সেসময় শুরু করতে প্রেনি ছবিটির শুটিং। তবে সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে শুটিংয়ে ফিরতে যাচ্ছেন ‘নবাব এলএলবি’ সিনেমার নায়ক শাকিব খান।

শুটিং লোকেশন এখনও চূড়ান্ত না হলেও চলতি মাসের ২০ তারিখ থেকে তারকাবহুল এই ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে বলে নিশ্চিত করলেন ছবিটির পরিচালক অনন্য মামুন। সেলিব্রেটি প্রোডাকশনে ব্যানারে নির্মিতব্য এই ছবিতে শাকিব খানের বিপরীতে থাকবেন দুই নায়িকা অর্চিতা স্পর্শিয়া ও মাহিয়া মাহি। মাহিয়া মাহির সঙ্গে শাকিব ২০১৩ সালে ‘ভালোবাসা আজকাল’ ছবিতে আগে জুটি বাধলেও স্পর্শিয়ার সঙ্গে এবারই প্রথম জুটি বাঁধতে চলেছেন।

নির্মাতা জানান, আমরা রোজার ঈদকে ঘিরে কাজটি করতে চেয়েছিলাম কিন্তু করোনার কারণে সব প্ল্যান উলটপালট হয়ে গেলো। তবে এখন নতুন করে সবকিছু গুছিয়ে নিয়েছি, নতুন করে প্ল্যান করেছি। শুটিংয়ের সব প্রস্তুতিই নেয়া শেষ। সবকিছু ঠিক থাকলে এই মাসেই আমরা কাজ শুরু করতে যাচ্ছি।

সেলিব্রেটি প্রোডাকশনে ব্যানারে ‘নবাব এল.এল.বি’তে আইনজীবীর চরিত্রে অভিনয় করবেন শাকিব-মাহি। অন্যদিকে স্পর্শিয়ার চরিত্রে চমক রয়েছে বলে জানা যায়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি