সব
ভ্যাকসিনেশন কার্যক্রমের দ্বিতীয় দিনেও উপজেলা পর্যায়ে জনগণ কিছুটা দ্বিধাদ্বন্দ্বে থাকলেও উৎসবমূখর হয়ে ওঠে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। সকাল থেকেই ওই হাসপাতালের ১২টি বুথে ভিড় লাগে টিকা গ্রহিতাদের। প্রথম দিন প্রশাসনিক কর্মকর্তারা বেশি থাকলেও দ্বিতীয় দিনে ছিল সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
দুপুরের আগেই এই কেন্দ্রে টিকা গ্রহণকারীদের সংখ্যা প্রথম দিনের চেয়ে দিগুন ছাড়িয়ে যায়। এছাড়া টিকা গ্রহণকারীদের সংখ্যা বেড়েছে বেড়েছে উপজেলা পর্যায়েও।
সিলেটের সিভির সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল জানান- অনিশ্চয়তা আর ভয় কাটিয়ে আজ সোমবার সিলেট জেলার ১ হাজার ৭৪৮ জন টিকা নিয়েছেন। সোমবার (৮ ফেব্রুয়ারি) টিকা প্রদানের দ্বিতীয় দিনে উৎসাহ-উদ্দীপনায় সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এসব মানুষ টিকা গ্রহণ করেন।
তিনি জানান- সিলেট মহানগরে করোনার টিকাদানের জন্য দুটি সেন্টার রয়েছে। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে ১২টি বুথ ও সিলেট জেলা পুলিশ হাসপাতালে রয়েছে একটি বুথ। ওসমানী মেডিকেলের ১২টি বুথে করোনা টিকা নিয়েছেন ১ হাজার ৬৯ জন। এরমধ্যে পুরুষ ৭১৩ জন আর ৩৫৬ জন নারী। আর সিলেট জেলা পুলিশ হাসপাতালে পুরুষ ১২১ জন ও নারী ২৯ জন মোট ১৫০ জন মানুষ টিকা গ্রহণ করেছেন।
এছাড়া সিলেট জেলার ১২টি উপজেলার ২৪টি বুথ ও সিএমএইচের চারটি বুথে আরও ৫২৯ জন মানুষ টিকা নিয়েছেন। আগামী দিনগুলোতে এ সংখ্যা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
এর আগে শনিবার (৭ ফেব্রুয়ারি) সারাদেশের মতো সিলেটেরও টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। সিলেটে প্রথম টিকা গ্রহণ করেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি। প্রথম দিনে সিলেট জেলা, মহানগর ও সিএমএইচে করোনা প্রতিরোধের টিকা নিয়েছিলেন ৯৪৮ জন সাহসী মানুষ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি