সোমবার সিলেটের চার চেয়ারম্যানের শপথ

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২২, ১১:৩১ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

সিলেটের চার জেলা পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ আগামীকাল সোমবার (১৪ নভেম্বর)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের শপথ বাক্য পাঠ করাবেন। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শপথ পাঠ করবেন এ চার নির্বাচিত চেয়ারম্যান। সদস্য পদে যারা নির্বাচিত হয়েছেন, তাদের শপথ পড়াবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম।

এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখার উপ-সচিব এস এম নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

শপথ পাঠ করবেন যারা- সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয়বার জ পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। আর সুনামগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীকে হারিয়ে নির্বাচিত হন দলের বিদ্রোহী নুরুল হুদা মুকুট। ও হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ডা. মুশফিক হোসেন চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মূল শপথ অনুষ্ঠানস্থলে নির্বাচিত সব চেয়ারম্যান ও সদস্য কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস, কিংবা মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবেন না। প্রত্যেককেই করোনা পরীক্ষা শেষ করে শপথ পাঠ অনুষ্ঠানে যোগ দিতে নির্দেশনা দেওয়া হলো।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি