সোনারতরী ফ্রেন্ডসক্লাবের শীতবস্ত্র বিতরণ

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২১, ৯:৩৩ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

মুজিব বর্ষ উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সুনামধন্য সামাজিক সংগঠন সোনারতরী ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে।

সোমবার বিকাল ৩ টায় ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের হলরুমে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম মইনুল, মেম্বার আনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা নাইম আহমদ, সোনারতরী ফ্রেন্ডস ক্লাবের সভাপতি সোহাগ মিয়া, সহ-সভাপতি ছায়াদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক ফাহিম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক পংকজ চক্রবর্তী জয়, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ সুজন মিয়া, দপ্তর সম্পাদক ফয়সল আহমদ,ধর্ম বিষয়ক সম্পাদক শাহনুর আহমদ, সহ-দফতর সম্পাদক তোফায়েল আহমেদ, সহ-ক্রীড়া সম্পাদক জাবেদ মিয়া ও প্রচার সম্পাদক রিমেল আহমেদ রুমেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

এদিকে দিনশেষে রাতেও উপজেলার উজানীগাও, জয়কলসগ্রামে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র পৌঁছে দেন সংগঠনের নেতৃবৃন্দরা।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি