সব
সেইফটি সোশ্যাল অর্গানাইজেশন এর উদ্দ্যাগে হযরত আলি (রাঃ) জামেয়া সামছুল উলুম হাফিজিয়া মাদ্রাসাও এতিমখানার বাচ্চাদের মধ্যে শীতবস্ত্র বিতরণসম্পূর্ণ ।
আজ বুধবার (২০ জানুয়ারি) রাতে সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়ন এর ৩নং ওয়ার্ডের হযরত আলী (রাঃ) জামেয়া সামছুল উলুম হাফিজিয়া মাদ্রাসাও এতিমখানা বাইশটিল্লায় এয়ারপোর্ট ছাত্রদের মধ্যে বাণীতে নয় কর্মে করবো মানবতার জয় স্লোগান নিয়ে সেইফটি সোশ্যাল অর্গানাইজেশন এর শীতবস্ত্র বিতরন হয়।
মাদ্রাসায় ৮০ জন ছাত্রের মধ্যে শীতের কাপড় দেওয়া হয়। এই সমাজ এবং সমাজের মানুষের জন্য নিজের স্বাধ্যনুযায়ী এগিয়ে আসা উচিত।
উপস্থিত ছিলেন, সেইফটি সোশ্যাল অর্গানাইজেশন এর এডমনে মুহিবুর রহমান সোয়েব,পুলিশের নায়েক সফি আহমদ, রবিউল ইসলাম রবি, কার্যনির্বাহী সদস্য দেলোয়ার হোসেন কাজি শরিফুল ইসলাম মোস্তফা হক সানি ও উক্ত মাদ্রাসার শিক্ষকবৃন্দ প্রমুখ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি