সূচনা প্রকল্পের মাধ্যমে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন

জৈন্তাপুর প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২, ১০:০৩ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউকেএইড এর অর্থায়নে এবং সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় এফআইভিডিব ‘র বাস্তবায়নে ২০১৬ সাল থেকে সূচনা প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

সূচনা প্রকল্প অপুষ্টি প্রতিরোধ, জীবন মান উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। কার্যক্রম গুলোর অন্যতম একটি হচ্ছে সূচনা কমিউনিটি ভ্যাকসিনটরদেরকে উপজেলা প্রাণি সম্পদ অফিসের সাথে সংযোগ স্থাপন করা। উপজেলা প্রাণি সম্পদ অফিসের মাধ্যমে সূচনা ভ্যাকসিনেটরদের কার্যক্রম মনিটরিংয়ের পাশাপাশি সহযোগিতা প্রদান করা। তরই ধারাবাহিক কার্যক্রম হিসেবে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার মো. আব্দুল্লাহ আল মাসুদ ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে ভ্যাকসিনশেন ক্যাম্পেইন পরিদর্শন করেন।

এসময় হাঁস-মুরগীকে টিকা প্রদান করা হয়। এছাড়াও ভাকসিনশন ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ইউনিয়ন কো-অর্ডিনেটর শামীম আহমদ ও সূচনা প্রকল্পের উপজেলা প্রকল্প সমন্বয়কারী আবুবকর শিকদার।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি