সূচনা প্রকল্পের মাঠ পরিদর্শনে জৈন্তাপুরের ইউএনও

জৈন্তাপুর প্রতিনিধি;
  • প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২২, ১০:১২ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউকেএইড এর অর্থায়নে এং সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় এফআইভিডিবি এর বাস্তবায়নে ২০১৬ সাল থেকে সূচনা প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সূচনা প্রকল্প অপুষ্টি প্রতিরোধ, জীবন মান উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) প্রকল্পের কার্যক্রমের ধারাবাহিকতায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম জৈন্তাপুর ইউনিয়নের চব্বিশপাড়া গ্রামের কার্যক্রম পরিদর্শন করেন। পুষ্টি দল, কিশোরী দল ভ্যাকসিনেটর ও ভিএমএফ এর সাথে আলোচনা করেন। আলোচনায় নির্বাহী অফিসার বলেন সূচনা কর্মসূচী আপনাদেরকে যে প্রশিক্ষণ ও জ্ঞান দেয়া হয়েছে তা আপনারা যথাযথ ভাবে যদি পালন করেন তাহলে নিজেরা স্বাবলম্বী হবেন। সবজি উৎপাদন করলে পারিবারিক চাহিদা মিটবে। সংসারের কিছু আর্থিক সংকট কাটবে। হাঁস-মুরগী, ছাগল-ভেড়া পালনের প্রতি গুরুত্ব দেন। সূচনা প্রকল্পের কাজ শেষ হয়ে যাচ্ছে আপনারা তাদের দেয়া জ্ঞান কাজে লাগান। উপজেলা নির্বাহী অফিসার শিশুদের লেখা-পড়ার পাশাপাশি কর্মমূখী শিক্ষার গুরুত্বারোপ করেন। সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা প্রাপ্তিতে তিনি সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, উপজেলা সমন্বয়কারী আবুবকর শিকদার, ইউসি শামীম আহমদ, ফিল্ড ফ্যাসিলিটেটর রোকসানা আক্তার।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি