সব
আমি নীল কলম, লাল কলম
কালো কলম দিয়ে লিখি,
মাঝে মধ্যে এঁকে ফেলি
রঙ- বেরঙের পাখি।
সাদা ঐ খাতার উপর
লিখতে লাগে ভালো,
সাদা খাতার উপর
কালো কালিকে লাগে আরো কালো।
রঙ-বেরঙের বই আমার
মহা জ্ঞানে ভরা,
পড়া না পারলে
শিক্ষক হয় অনেক কড়া।
শিক্ষক আমার আছে অনেক
শিক্ষার নাই শেষ,
কয়েক জন বেশি জ্ঞানী
কয়েক জন আমার জন্য বিশেষ।
সকলের মাঝেই আছে
জ্ঞানের সমুদ্র,
তার থেকেই আমি
অর্জন করতে চাই জ্ঞান ক্ষুদ্র ক্ষুদ্র।
ক্ষুদ্র ক্ষুদ্র করে আমি
জয় করব পৃথিবী,
সকলে আমাকে ভালো জ্ঞান শিক্ষা দেন
এটাই আমার মিনতি।
সুমাইয়া আক্তার
এইচ এস সি পরীক্ষার্থী,
উত্তরা গার্লস কলেজ, ঢাকা।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি