সব
আচ্ছা পথের পাশ দিয়ে যখন হেঁটে যায়
দেখতে পাই যখন পথ-শিশুর কষ্ট,
তখন কি একবারের জন্যও মনে হয় না
কিছু করতে না পারলে আমার জীবন ব্যার্থ।
কত কষ্ট,কত জন্ত্রনা সহ্য করতে হয়
এক অবুঝ পথ-শিশুকে,
আমরা কি পারব না
টেনে আনতে তাদেরকে বুকে।
কত শিশু খেয়ে না খেয়ে
পরে থাকে শহরের রেলষ্টেশনে,
তাদের ও তো আছে আশা
কত স্বপ্ন তারাও বুনে আপন মনে।
যখন তাদের সামনে দিয়ে
চলে যায়ে কেউ বিদ্যালয়ে,
তখন তাদের ও ইচ্ছে জাগে
জীবন গড়তে শিক্ষার আলোয়।
শিক্ষার আলোয় গড়তে চায়
জীবন সুখের প্রতিটি শিশু,
কিন্তু তাদের এই ইচ্ছা মাটি চাপা দেয়
কিছু মানুষ নামের পশু।
সুমাইয়া আক্তার
এইচ এস সি পরীক্ষার্থী,
উত্তরা গার্লস কলেজ, ঢাকা।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি