সব
শুধুই নেই
সুপর্ণা
বসন্ত আছে- মনে রঙ নেই
ফুল আছে- কোন গন্ধ নেই
ভ্রমর আছে- তো গুঞ্জন নেই
গান আছে- অথচ সুর নেই
তাল আছে- তো ছন্দ নেই
কবি আছে- কিন্তু কবিতা নেই
অভিনেতা আছে- কোন গল্প নেই
অংক আছে- তার সমাধান নেই
কথা আছে- তাতে শব্দ নেই
ঘড়ি আছে- তো সময় নেই
লক্ষ্য আছে- কিন্তু স্থির নেই
বন্ধু আছে- বন্ধুত্ব নেই
প্রেম আছে- ভালবাসা নেই
মানুষ আছে- মনুষত্ব্য নেই
সম্পর্ক আছে- বিশ্বাস নেই
জীবন আছে- তাতে মানে নেই
স্বপ্ন আছে- বাস্তবতা নেই
ব্যথা আছে- চোখে জল নেই
আগুন আছে- তার তেজ নেই
প্রদীপ আছে- আলোর প্রকাশ নেই
সীমার মাঝে- সেই অসীম নেই
মরণ আছে- অমরত্ব নেই
তেমনি করেই তোমার মাঝে
সেই আমার আমিটি নেই
তেমনি করেই তোমার মাঝে
শুধুই আমি নেই
শুধুই আমি নেই।
প্রিয় পাঠক, আপনিও সিলেটডায়রি’র অংশ হয়ে উঠুন। স্বাস্থ্য, শিল্প ,সাহিত্য, ক্যারিয়ার, পরামর্শ সহ যেকোন বিষয় নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন sylhetdiary@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি