সুনামগঞ্জ শিল্পকলার কমিটি বাতিলে মহাপরিচালকের চিঠি

সুনামগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ৬ নভেম্বর ২০২০, ৮:৩১ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটি বাতিলের সম্মতি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী স্বাক্ষরিত এক পত্রে এই কমিটি বাতিলের সম্মতি প্রদান করা হয়।

জেলা প্রশাসকের কাছে পাঠানো মহাপরিচালকের সম্মতিপত্রে বলা হয়, ‘উপযুক্ত বিষয়ে সূত্রোক্ত পত্রে উল্লিখিত অসৌজন্যমূলক আচরণের প্রেক্ষিতে বর্তমান কার্যনির্বাহী কমিটি ভেঙ্গে দেওয়ার মতো পরিস্থিতি বিদ্যমান থাকলে জেলা শিল্পকলা একাডেমির গঠনতন্ত্রের ধারা ৭(ক) অনুযায়ী কার্যনির্বাহী কমিটি বাতিল করার বিষয়ে এ কার্যালয়ের সম্মতি জ্ঞাপন করা হলো।’

উল্লেখ্য, সম্প্রতি জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শামছুল আবেদীনের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেন জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাবেল। শিল্পকলা একাডেমির পরিচালনায় নানাবিধ অনিয়মের প্রেক্ষিতে কমিটি বাতিলের এই সম্মতি প্রদান করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের কাছে কমিটি বাতিলের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি একটি পত্র পেয়েছি।’

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি