সুনামগঞ্জে নতুন করে ১৯ জনের করোনা শনাক্ত

সুনামগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৭ জুলাই ২০২০, ৪:০২ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সুনামগঞ্জে নতুন করে আরও ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের করোনা পজিটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের সিভিল সার্জন মোহাম্মদ শামস উদ্দিন। তিনি বলেন, নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ১১ জন, ছাতক উপজেলায় ৩ জন, দিরাইয়ে ১ জন ও জগন্নাথপুরে ১ জন।

এদিকে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সুনামগঞ্জে মোট আক্রান্ত ১ হাজার ১৪৩৬ জন ও মোট সুস্থ সুনামগঞ্জে ১০৬৮ জন। এ জেলায় এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৪ জন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি