সুনামগঞ্জে টেন্ডার ছিনতাই করতে গিয়ে যুবলীগ সভাপতিসহ আটক ৪

সুনামগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ২:২৭ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

সুনামগঞ্জ সদর হাসপাতালে বিভিন্ন সরঞ্জাম ও খাবারের টেন্ডার (দরপত্র) জমা দিতে আসা দুই পক্ষের কাছ থেকে কাগজ পত্র ছিনতাই করে নিয়ে যায় সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বলের নেতৃত্বে কয়েক জন।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালের দিকে হাসপাতালের মধ্যে এ ঘটনা ঘটে।

পরে হাসপাতাল কতৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ সিসি টিভির ফুটেজ দেখে ছিনতাইকারীদের সনাক্ত করে সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বল সহ ৪ জন আটক করে নিয়ে যায়।

তবে এখন পর্যন্ত কত আটক করা হয়েছে তা নিশ্চিত করে জানায় নি পুলিশ।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.আনিসুর রহমান বলেন, আজ সকাল ৮.৫০ মিনিট ও ৯.৪৫ মিনিটের সময় এক ঘন্টার ব্যবধানে দুইটি টেন্ডার ছিনতাই হয়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে সিসিটিভির ফুটেজ দেখে আসামী সনাক্ত করে নিয়ে যায়। কাকে আটক করা হয়েছে তা আমরা জানি না। হাসপাতালের টেন্ডার গুলো অনলাইনে হয় না।

তাই টেন্ডার জমা দেয়া আগে অন্য দুই পক্ষের টা ছিনতাই হয়। আমরা আগামী বছর থেকে আশা করছি যে অনলাইনেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জয়নাল আবেদীন জানান, হাসপাতালের ঘটনায় কয়েকজন কে আটক করা হয়েছে। এখনও সুনির্দিষ্ট করে বলতে পারছি না একটু সময় দেন পরে বিস্তারিত জানতে পারবেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি