সুনামগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৮ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

র‌্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সময় রাত ১১টায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্পের) একটি আভিযানিক দল কোম্পানি কমান্ডার লে. কমান্ডার ফয়সাল আহমদ এবং এএসপি মো. আব্দুল্লাহ’র নেতৃত্বে সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে আম্বর পয়েন্ট থেকে ২ কেজি গাঁজাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীর নাম জুনায়েদ চৌধুরী (২৬)। তিনি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার দুবলারচর গ্রামের আশরাফুল চৌধুরীর ছেলে।

জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে তাকে সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি