সব
সুনামগঞ্জে খাদে পড়া বাসে দু ঘন্টা উদ্ধার অভিযান পরিচালনা করেও কাউকে উদ্ধার করতে সক্ষম হয়নি ফায়ার সার্ভিসের ডুবুরি দল। যদিও প্রত্যক্ষদর্শীদের দাবী বাসে অন্তত ২৫ জন যাত্রী ছিলেন। বাসটি খাদে পড়ার পর ৬ জন যাত্রী বাস থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। এর মধ্যে ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের উপ পরিচালক শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, স্থানীয়রা আমাদের জানিয়েছিলেন বাসে ১৫/২০ জন যাত্রী ছিল। তাদের দেয়া তথ্য ভুল হতে পারে। আমাদের দুই ঘণ্টার তৎপরতায় বাসের ভিতরে কাউকে না পেয়ে বেলা দেড়টায় উদ্ধার অভিযান সমাপ্ত করি।
এদিকে, খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
তবে দুর্ঘটনার সময় গাড়ি থেকে বের হওয়া যাত্রী দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের সাফুল ইসলাম গাড়িতে আরও যাত্রী থাকতে পারে বল দাবি করেছেন তিনি।
তবে এর সত্যতা পাওয়া যায়নি বলে জানান উদ্ধারকর্মী ডুবরি দল।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় টায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জানিগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি সিলেট থেকে সুনামগঞ্জ শহরে যাচ্ছিল। এ ঘটনায় কেউ নিহত হবার খবর পাওয়া যায় নি।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি