সুনামগঞ্জে আরও ২০ জনের করোনা শনাক্ত

সুনামগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ১৮ জুলাই ২০২০, ৩:৫৪ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সুনামগঞ্জে নতুন করে আরও ২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার (১৮ জুলাই) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের সিভিল সার্জন মোহাম্মদ শামস উদ্দিন। তিনি বলেন, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৯ জন আর ছাতক উপজেলায় একজন রয়েছেন।

সিলেট বিভাগে প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ৫ এপ্রিল সিলেট বিভাগে প্রথম রোগী শনাক্ত হলেও প্রথম দিকে রোগী শনাক্তের হার ছিলো তুলনামূলক কম। তবে সবশেষ একমাসে রোগী শনাক্তের হার বেড়েছে।

সবশেষ শনিবার (১৮ জুলাই) সুনামগঞ্জের ২০ জন নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৬৫২৮ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩৪০৯, সুনামগঞ্জে ১২৮০, হবিগঞ্জে ১০৩২, মৌলভীবাজারে ৮১৭ জন রোগী আছেন।

আর প্রথমদিকে করোনাভাইরাসে রোগী মৃত্যুর হার কম থাকলেও বর্তমানে বেড়েছে মৃত্যুর সংখ্যাও। সিলেট বিভাগে এ পর্যন্ত ১১৬ জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এরমধ্যে সিলেট জেলা ৮৬ জন, সুনামগঞ্জে ৮, হবিগঞ্জে ১২, মৌলভীবাজারে ১০ জন রোগী মারা গেছেন।

অন্যদিকে করোনাভাইরাস জয় করে সিলেট বিভাগের ২৫৫৬ জন রোগী বাড়ি ফিরছেন। এরমধ্যে সিলেট জেলায় ৭৫৮, সুনামগঞ্জে ৯২২, হবিগঞ্জে ৪৬৭, মৌলভীবাজারে ৪০৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি