সব
মহান মুক্তিযুদ্ধেও ৪নং সেক্টরের কমান্ডার, সিলেটের গর্ব মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীরউত্তমের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছে সিলেট জেলা প্রেসক্লাব।
এক শোকবার্তায় সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল বলেন, সি. আর দত্ত ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছেন। তার অবদান ও নেতৃত্ব জাতি চিরদিন মনে রাখবে। ক্লাব নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি