সব
সিলেট নগরীতে অবৈধ পার্কিং ও রাস্তা দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার অপরাধে ৩১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও জরিমানা করেছেন সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১১ নভেম্বর) সিলেট নগরীর সুরমা পয়েন্ট, বন্দরবাজার ও জিন্দাবাজারসহ বিভিন্ন এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় যৌথভাবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানকালে অবৈধ গাড়ি পার্কিং ও বেআইনিভাবে রাস্তা দখল করে ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার অপরাধে ৩১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়। এছাড়াও অভিযুক্তদের কাছ থেকে ৫০ হাজার ৫ শ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে সিলেট সিটি কর্পোরেশনের রাজস্ব, লাইসেন্সসহ বিভিন্ন বিভাগ ও শাখার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং সিলেট মহানগর পুলিশের (এসএমপি) একটি দল উপস্থিত ছিলেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি