সব
সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচন আগামী ১৪ জুলাইয়ের পরিবর্তে ২৮ জুলাই নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে নির্বাচন কমিশনের বৈঠক শেষে উপনির্বাচনের নতুন তারিখ জানানো হয়।
নির্বাচন কমিশন কর্মকর্তা জানান, করোনা পরিস্থিতির অবনতির কারণে পূর্বঘোষিত সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২৮ জুলাই এসব আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে লক্ষীপুর-২ আসনের নির্বাচন পূর্বনির্ধারিত সময় আগামী ২১ জুনই অনুষ্ঠিত হবে।
এদিকে খুলনার ১১৯ ইউনিয়ন পরিষদের নির্বাচন করোনা পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছে বলেও জানান নির্বাচন কর্মকর্তা।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ জুন (মঙ্গলবার)। মনোনয়নপত্র বাছাই হবে ১৭ জুন (বৃহস্পতিবার)। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন (বুধবার)। এরপর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৪ জুন (বৃহস্পতিবার)।
এর আগে গত ২ জুন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে ভোটের তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। সেদিন আগামী ১৪ জুলাই (বুধবার) অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি