সব
সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট পদে পুননির্বাচিত হয়েছেন মুক্তিযোদ্ধা সদর উদ্দিন আহমদ চৌধুরী । শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সাবেক প্রেসিডেন্ট অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সভা শেষে ২০২১ সেশনে সিলেট স্টেশন ক্লাব লিমিটেড পরিচালনা পর্ষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনের আহ্বায়ক মাসুক আহমদ জায়গীরদার।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ক্লাব সদস্য নাসিম হোসেন, শমসের জামাল, খন্দকার বজলুর রহমান বাহার, অ্যাডভোকেট শাহ মো. মোসাহিদ আলী, অ্যাডভোকেট নওশাদ আহমদ চৌধুরী, মোহাম্মদ নজরুল ইসলাম, আজাদ উদ্দিন, সাব্বির আহমেদ মোশান্না, এনায়েত আহমদ, আজাদ বক্ত চৌধুরী, আনোয়ার হোসেন রানা, বিজিত চৌধুরী, মো. আজাদ উদ্দিন, জিয়াউল হক, আহমেদ নুর, অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, ফেরদৌস চৌধুরী রুহেল, দেলোয়ার জাহান চৌধুরী, আবু বকর হিরণ, হারুন আল রশিদ দিপু, অ্যাডভোকেট আকতার হোসাইনসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দরা।
সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের নতুন কমিটির নেতৃবৃন্দরা হচ্ছেন- ভাইস প্রেসিডেন্ট মো. আবু বকর হিরন, সদস্য অর্থ ও পরিকল্পনা বিভাগ দেলোয়ার জাহান চৌধুরী আপেল, ব্যবস্থাপনা বিভাগ এনায়েত আহমদ, উন্নয়ন আবাসিক বিভাগ মোহাম্মদ হাসনাইন, সদস্য, ক্রীড়া বিভাগ রাফি ইব্রাহিম, বিনোদন বিভাগ ফজলে এলাহী চৌধুরী, সাংস্কৃতিক বিভাগ মোহাম্মদ আলতাফ, আপ্যায়ন বিভাগ মো. আখলাকুর রহমান চৌধুরী।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি