সিলেট রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে অগ্নি নির্বাপন মহড়া

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২১, ৭:২৬ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেটে পুলিশের রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অগ্নিকান্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অগ্নি নির্বাপণের বিভিন্ন কলা কৌশল নিয়ে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ফ্রেরুয়ারি) সকাল ১১টায় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের তত্ত্বাবধানে এ মহড়া অনুষ্ঠিত হয়।

আলমপুর ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালকেরে নেতৃত্বে বাংলাদেশ ফায়ার সার্ভিসের ১০ সদস্যের একটি চৌকস অগ্নি নির্বাপক দল এ মহড়ায় অংশ নেন।

অগ্নি নির্বাপনী মহড়ায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের পুলিশ সুপার (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) নুরুল ইসলাম, পুলিশ সুপার (অপস এন্ড ট্রাফিক) শাহিনুর আলম খান, পুলিশ সুপার (মিডিয়া এন্ড ক্রাইম এনালাইসিস) মো. জেদান আল মুসা, অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া এন্ড ক্রাইম এনালাইসিস) মো. আসাদুজ্জামান।

মহড়া শেষে পুলিশ সুপার (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) নুরুল ইসলাম উপস্থিত সকলের উদ্দেশ্যে অগ্নি নির্বাপণের বিভিন্ন কৌশল সম্পর্কে ব্রিফিং দেন এবং সংক্ষিপ্ত বক্তব্যে অত্যন্ত সুন্দর এবং কার্যকর মহড়া অনুষ্ঠানের জন্য মহড়ার আয়োজক, সকল অংশগ্রহণকারী বিশেষ করে ফায়ার সার্ভিসের অংশগ্রহণকারী দলকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত অগ্নিকান্ডের কারণে জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতি রোধকল্পে বাংলাদেশ পুলিশের রেঞ্জ ডিআইজির কার্যালয়, সিলেটে নিয়োজিত পুলিশ ও দাপ্তরিক কর্মকর্তা-কর্মচারীদেরকে অগ্নিকান্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অগ্নি নির্বাপণের বিভিন্ন কলা কৌশল হাতে-কলমে শিক্ষা দানের জন্যই এই মহড়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি