সিলেট মহানগর জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২, ৭:৩৩ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

সিলেট মহানগর জাতীয় পার্টির সম্মেলন উপলক্ষে প্রস্তুতি কমিটি অনুমোদন করা হয়েছে।

নবগঠিত দুই সদস্যের প্রস্তুতি কমিটিতে আহবায়ক হিসেবে মনোনীত হয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, ফিজা এন্ড কোং প্রা. লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক একাত্তরের কথা’র প্রকাশক মো. নজরুল ইসলাম বাবুল এবং সদস্য সচিব মনোনীত হয়েছেন আব্দুস শহীদ লস্কর বশির।

মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপির সুপারিশে সিলেট মহানগর জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদন দেন।

গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব অথ্য জানান জাতীয় পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান।

নবগঠিত কমিটিকে আগামী ২৫ মে’র মধ্যে পূর্ণাঙ্গ সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করার নির্দেশ প্রদান করা হয়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি